বিজয় দিবসে রাঙ্গামাটির শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ PM
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি পালন করছে। আজ সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও বীর মুক্তিযোদ্ধারা শহীদবেদিতে পুস্পমাল্য অর্পণ করেন।
এ ছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, রাঙ্গামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এলডিপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ৮টায় রাঙ্গামাটি সার্কিট হাউসে জাতীয় উত্তোলন করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ বিভিন্ন প্রশাসনের লোকজন জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করা হবে।