রাঙ্গামাটিতে বাংলা নববর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ PM

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারী মো. মনসুরুল হক, এলডিপির সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন।
আরও পড়ুন: নববর্ষে জুলাই অনুপ্রেরণা: উৎসব যখন প্রতিবাদের প্রতীক
শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচাসহ বিভিন্ন জাতীয় পাখি স্থান পেয়েছে।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। শোভাযাত্রা শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।