বাগেরহাটে পহেলা বৈশাখে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

শোভাযাত্রা
শোভাযাত্রা  © টিডিসি

বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর বাগেরহাট প্রেসক্লাবের ব্যতিক্রমধর্মী বর্ষবরণের আয়োজন করা হয়। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সাধারণ সম্পাদক মোজাফফর আলম, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সদস্য মঞ্জুরুল ইসলাম রাহাদ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার আহ্বায়ক এস এম সাদ্দামসহ অনেকে।

আয়োজন শেষে প্রেসক্লাবে পান্তা-ইলিশ, বিভিন্ন ভর্তা, মিষ্টান্নসহ বিভিন্ন দেশি ফল পরিবেশন করা হয়।


সর্বশেষ সংবাদ