পহেলা বৈশাখে জবিতে কনসার্ট, আসছে অ্যাশেজ

পহেলা বৈশাখে জবিতে কনসার্টে আসছে ব্যান্ড অ্যাশেজ
পহেলা বৈশাখে জবিতে কনসার্টে আসছে ব্যান্ড অ্যাশেজ  © ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হচ্ছে কনসার্টের। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির মাঠে বিকেল ৪টা থেকে শুরু হবে এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন কনসার্টের আয়োজন করছে।  

কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ক্যাম্পাসের বাইরের ব্যান্ড চান্দের গাড়ি ও মেটাল ইরর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে কিম্ভূত, কোমল গান্ধার, অফসাইড ও একাধিক সলো আর্টিস্ট পরিবেশনায় অংশ নেবেন। সহযোগী হিসেবে থাকছে এয়ারটেল।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বর্তমান ও সাবেক), শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। তবে বাইরের ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। 

আরো পড়ুন: আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরা নিষেধ, অনুষ্ঠান শেষ ৫টার মধ্যে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাকরিম আহমেদ বলেন, ‘আমাদের সংগঠন সবসময় ক্যাম্পাসের কালচারাল স্পিরিট ধরে রাখার ব্যাপারে সোচ্চার। শুধুমাত্র কনসার্ট নয়, প্রতিবাদ-সমাবেশসহ ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আমরা যুক্ত।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষ্যে এ কনসার্ট সুন্দর ও সুশৃঙ্খলভাবে আনন্দ উদযাপনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় নতুন কিছু দিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।’


সর্বশেষ সংবাদ