লিটনের সাবেক সতীর্থ এবার করাচি কিংসের প্রধান কোচ
ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ পরিচিত নাম ছিলেন। বিপিএলের ২০২০ মৌসুমে রাজশাহী রয়েলসের হয়ে খেলেছিলেন তিনি। একই দলে ওপেনার হিসেবে লিটন কুমার দাস টুর্নামেন্ট মাতিয়েছেন। সেবার রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
এবার ফের এক বিন্দুতে মিলিত হলেন সেই লিটন ও রবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসে ফের দেখা হচ্ছে ২০২০ সালে বিপিএল শিরোপা জেতা এই দুই সদস্যের। তবে লিটন খেলোয়াড় হিসেবে অংশ নিলেও দলটির প্রধান কোচ হচ্ছেন রবি বোপারা। এ ছাড়া দলটির সহকারী কোচ হিসেবে মোহাম্মদ মাসরুরের নাম ঘোষণা করা হয়েছে।
করাচি কিংসকে এবার অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন। এ ছাড়াও অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, কেন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবীর মতো তারকা দলে আছেন।
এদিকে করাচির একাদশে সুযোগ পেতে টিম সেইফার্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে। মূলত সেইফার্টের ব্যাকআপ হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন করাচির সতীর্থ শান মাসুদ।
অন্যদিকে একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা না থাকলেও পুরো আসরের জন্যই এনওসি পাচ্ছেন লিটন। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম পাচ্ছেন এই ওপেনার।
একনজরে করাচি কিংসের স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ, আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট, জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস, মীর হামজা।
- ক্রিকেট
- ২৮ মার্চ ২০২৫ ২৩:০৪