মিয়ানমারে ভূমিকম্প: বাংলাদেশিরা নিরাপদে আছেন, জানালেন রাষ্ট্রদূত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৮:৩১ PM

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, তবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মান্দালয়ে, যা ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে। মূল ভূমিকম্পের পর একটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারের এক টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও মানবিক সহায়তা দেওয়া হবে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বেশ কিছু ভবন, সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। ব্যাংককে বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে এবং রেল চলাচল স্থগিত করা হয়েছে।