আইইএলটিএস ছাড়াই ইন্টার্নশিপের সুযোগ জার্মানিতে, থাকছে গবেষণা ও কাজের সুযোগ

১১ নভেম্বর ২০২৫, ০৬:০০ PM
আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই জার্মানিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই জার্মানিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের বেতনসহ আট সপ্তাহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (Helmholtz Zentrum Berlin–HZB)। এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই গবেষণা ও কাজের সুযোগ পাবেন। আবেদন শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৫।

এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত। মোট ২০ জন স্নাতক শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে, যারা নিজেদের গবেষণা প্রকল্পে বিজ্ঞানীদের তত্ত্বাবধানে কাজ করবেন।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন—

*ফোটন সায়েন্স;

*ফোটোভোলটাইকস;

*সোলার সেল;

*ইলেকট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ;

*কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস;

*অ্যাক্সিলারেটর রিসার্চ;

আরও পড়ুন: আমেরিকায় বিনা মূল্যে সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবেদন করতে পারবেন ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা

সুযোগ-সুবিধা—

*সব অংশগ্রহণকারী ৮ সপ্তাহের জন্য অফিশিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট পাবেন;

*বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম;

*আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন ১,৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১,০০০ ইউরো;

*ভ্রমণব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত প্রদান করা হবে (ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ ইউরো এবং নন-ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ ইউরো);

*ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন;

*সবচেয়ে বড় সুবিধা হলো—আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই;

আরও পড়ুন: বিনা মূল্যে জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিন, আবাসন-মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র—

*অ্যাকাডেমিক সিভি (সর্বোচ্চ দুই পৃষ্ঠার);

*পাসপোর্ট বা আইডি কার্ডের কপি;

*শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট;

*রেফারেন্স লেটার;

*এনরোলমেন্ট ঘোষণাপত্র (বিশ্ববিদ্যালয়ের সিল ও স্বাক্ষরসহ);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ডিসেম্বর ২০২৫।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫