গবেষকদের ফেলোশিপ দিচ্ছে বোস্টন ইউনিভার্সিটি, থাকছে স্টাইপেন্ড-গবেষণার সুযোগ

০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩১ PM
বোস্টন ইউনিভার্সিটিতে ফেলোশিপে প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

বোস্টন ইউনিভার্সিটিতে ফেলোশিপে প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়নক্ষেত্রকে এগিয়ে নিতে আন্তর্জাতিক প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষকদের জন্য ফেলোশিপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টার (GDP Center)। ফেলোশিপটির কেতাবি নাম ‘গ্লোবাল চায়না ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০২৫। 

২০১৭ সালে শুরু হওয়া এই ফেলোশিপ এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জনেরও বেশি প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষককে সহায়তা করেছে।

সুযোগ-সুবিধা

*আকর্ষণীয় স্টাইপেন্ড (ভাতা) প্রদান করবে;

*প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা জিডিপি সেন্টারের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ;

*অতিরিক্ত ২০ ঘণ্টা স্বাধীন গবেষণার সুযোগ;

*গবেষণা, কনফারেন্স ও প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা থাকবে;

*বোস্টন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগ;

*প্রতি ফেলো তত্ত্বাবধায়কের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও পেশাগত সহায়তা পাবেন;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন যুক্তরাজ্যে, দেবে গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান

আবেদনের যোগ্যতা

*প্রি-ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল দুই ধরনের প্রার্থীর জন্য উন্মুক্ত;

*প্রি-ডক্টরাল আবেদনকারীদের যোগ্যতা/সমন্বিত পরীক্ষা সম্পন্ন করতে হবে ও গবেষণা প্রস্তাবনা অনুমোদিত হতে হবে;

*পোস্ট-ডক্টরাল আবেদনকারীদের ২০২৬ সালের আগস্টের মধ্যে তাদের থিসিস ডিফেন্ড করতে হবে;

*প্রার্থীদের চীনের বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে;

*আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অভিজ্ঞতা থাকা আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন;

*চীনা বা উল্লেখিত অঞ্চলের ভাষায় দক্ষতা থাকা বাঞ্ছনীয়;

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র 

*জীবনবৃত্তান্ত (সিভি);

*কভার লেটার (১–২ পৃষ্ঠা); 

*ওয়ার্কিং পেপার প্রস্তাবনা (১–২ পৃষ্ঠা); 

*২টি রেফারেন্স লেটার;

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। তবে প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি পিডিএফ ফাইল করে পাঠাতে হবে। ই–মেইলের ঠিকানা gci@bu.edu 

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ডিসেম্বর ২০২৫।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫