চব্বিশের সাক্ষী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ফারুক হোসেন, জাবি
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:১২ AM
ইট পাথরে ঘেরা ঢাকা শহরের অদূরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন সাদা ও ধূসর পালকে আবৃত পাখির লাল ঠোঁট ও সবুজে মিশ্রিত নীল চোখ। যেখানে একবার দৃষ্টি পড়লে মলিন হয়ে যায় পাখির আস্ত দেহ। তেমনি দর্শনার্থীরা কংক্রিটের তৈরি বাড়ি ও সাদা-ধূসর ধূলিকণা মুক্ত বাতাসের খোঁজে চোখ মেলায় লাল-সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঠিক তেমনি চব্বিশে নতুন বাংলাদেশের অভ্যুদয়ে ঢাকার অন্যান্য শিক্ষা শিবির যখন ঘাতকের আঘাতে ম্রিয়মাণ, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চোখ কাড়ে জনতার। তাই ২৪'শের অন্যতম সাক্ষী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বছরের প্রথমে খাবারের বিল চাওয়ায় হোটেল মালিককে মারধর ছাত্রলীগ নেতার।
৭ জানুয়ারি '২৪ দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার সিংগাইর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার শেষে টাকা চাওয়ায় দোকানীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল রাজী সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ৪৫ তম ব্যাচের আবাসিক ছাত্র এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের তৎকালীন উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক।
সশরীরে ক্লাস শুরুর দাবিতে অনলাইন ক্লাস বর্জনের ডাক
ভর্তির সাত মাস পেড়িয়ে গেলেও সশরীরে শ্রেণিকক্ষে বসতে না পাড়ায় অনলাইন ক্লাস বর্জনের ডাক দেন নবীন শিক্ষার্থীরা। গত ১৬ জানুয়ারি সশরীরে ক্লাস শুরু করার দাবিতে বিভিন্ন অনুষদের ২২টি বিভাগের প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। এর প্রেক্ষিতে ৫২ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ৩১ জানুয়ারি হলে আসন বরাদ্দ ও ১ ফেব্রুয়ারি থেকে স্বশরীরে ক্লাস শুরু হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎকালীন সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজিসহ হল কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি না দেওয়া প্রভৃতি অভিযোগে গত ২৩ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে একই সংগঠনের নেতাকর্মীদের একাংশ।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ ছাত্রলীগ নেতার, আন্দোলনে উত্তল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে। ৩ ফেব্রুয়ারি '২৪, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত নেতাকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। জড়িতরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন (৪৫)। মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিষিদ্ধ শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিচার চেয়ে লাগাতার প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দায়িত্ব অবহেলার অভিযোগে আন্দোলনের মুখে ১৮ মার্চ প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।
আরও পড়ুন: অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান করে জাকসু নির্বাচনের কমিশন গঠন
বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ফেলার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার
গত ৭ ফেব্রুয়ারি '২৪ রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের উত্তর পাশের দেয়ালে মুরাদ চত্বরের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ফেলে সেখানে প্রতিবাদী গ্রাফিতি আঁকে জাবি ছাত্র ইউনিয়নের একাংশ । এ ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে ১৫ ফ্রেব্রুয়ারি দুপুর থেকে অনশনে বসেন নিষিদ্ধ সংগঠন তৎকালীন ছাত্রলীগের দুই নেতা।
এর পরিপ্রেক্ষিতে, ২০ ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাংশের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্যকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করে। অন্যদিকে, বহিষ্কারের আদেশ বাতিলের দাবিতে মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
যৌন নিপীড়নের দায়ে শিক্ষক বহিষ্কার
শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে মজা করো না কেন ২০ ফেব্রুয়ারি '২৪ অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে যৌন নিপীড়ন ও নৈতিক অসচ্চরিত্রতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুই হলের মধ্যবর্তী দেওয়াল নিয়ে সংঘর্ষ, পেট্রোল বোমা বিস্ফোরণ ও খাল খনন
৫ মার্চ রাতে শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা শাখা এবং আশুলিয়া ও সাভার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় উভয় পক্ষের সাত জন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় হলরুমসহ মসজিদ ভাঙ্গচুড়ের ঘটনা ঘটে। রফিক-জব্বার হল কর্তৃক নির্মিত দেওয়াল শেখ রাসেল হলের শিক্ষার্থীরা যাতায়াতের পথ তৈরির জন্য ভেঙে ফেললে পরবর্তীতে রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা দেওয়ালের পাশে খাল খনন করে।
মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ
১০ মার্চ '২৪ মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে অপরিকল্পিতভাবে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এর প্রতিবাদে ভিত্তিপ্রস্তর স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে দেন শিক্ষার্থীরা। পরে ২ জুন ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পেছনের অংশে কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবন এবং আল-বেরুনি হলের সম্প্রসারিত ভবনের সামনে চারুকলা অনুষদের ভবন নির্মাণ কাজের জন্য দুই শতাধিক গাছ কেটে ফেলা ও জলাশয় ভরাটের প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করে।
শিক্ষা-গবেষণায় দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে যৌথভাবে সেরা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত এপ্রিলে প্রতিষ্ঠানটি এ র্যাংকিং প্রকাশ করে।
এছাড়া পরবর্তীতে বুধবার (৯ অক্টোবর) ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
কোটা পুনর্বহালের পরিপত্র বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় ঘোষণা করেন। এ রায়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুরু থেকে বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করে আসছে এর মধ্যে মানববন্ধন, প্রতীকী সড়ক অবরোধ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধেরর মাধ্যমে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, কারফ্যিউ উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে, শহীদ ছাত্র-জনতার স্মৃতি স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপন, মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, প্রতিবাদী গানের মিছিল, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
'বাংলা ব্লকেড' কর্মসূচি
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশব্যাপী ঘোষিত 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ডাকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মাধ্যমে ৭ জুলাই পালিত হয় বাংলা ব্লকেড কর্মসূচি।
তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান
১৪ জুলাই রাত ১১টার দিকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা - স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রলীগ কর্তৃক স্লোগান দেয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে। ফলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ হলের সামনে জড়ো হয়। এসময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার মৌখিকভাবে পদত্যাগ করেন।
আরও পড়ুন: জাবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১৫ জুলাই সন্ধ্যায় শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা
প্রথম ১৫ জুলাই সন্ধ্যায় কোটা আন্দোলনকারীদের মিছিলে সন্ধ্যায় হামলা করে ছাত্রলীগ। এদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বঙ্গবন্ধু হলের দিকে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের মিছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে ঘুরে শিক্ষার্থীদের মিছিলের মুখোমুখি হয় বটতলা ও বঙ্গবন্ধু হলের মাঝখানে। সেখানে তাঁরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় নারী শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সামনে কয়েক দফায় ধাওয়া পাল্টা হয়।
১৫ জুলাই রাতে ভিসি বাসভবনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলা
সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলার বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান নেয়া আন্দোলনকারীদের ওপর রাত সাড়ে ১২ টায় পুলিশ ও ছাত্রলীগ হামলা করে। এরপর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী হল থেকে লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অবরুদ্ধ শিক্ষার্থীদের মুক্ত করেন। এ ঘটনায় পুলিশ-ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক আহত ও অনেকে গুলিবিদ্ধ হন।
১৬ জুলাই ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস ঘোষণা
ভিসি বাসভবনে অবস্থানরত শিক্ষার্থীদের হামলার এক পর্যায়ে রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার শিকার ও অবরুদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য ছাত্রলীগ নেতা কর্মীদের ধাওয়া দিলে তাঁরা ক্যাম্পাস ছাড়া হয়। শিক্ষার্থীদের উদ্ধার করে আন্দোলনকারীরা ছাত্রলীগকে ক্যাম্পাস করার মিশন শুরু করে। ১৬ তারিখ সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন।
১৭ জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি
১৭ জুলাই প্রশাসন জরুরি সিন্ডিকেট ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলে, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন। পরে বিকেলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, ছররা গুলি নিক্ষেপ শুরু করে। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন।
প্রথম বৈষম্যবিরোধী 'শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপন
২০ জুলাই আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মৃতি স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রথম শেখ হাসিনার ছবি অপসারণ
আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন ও আটকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে গত ১ আগস্ট বিকেলে নিজ কার্যালয় থেকে তাঁর ছবি সরিয়ে ফেলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।
হল খুলে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
৩ আগস্ট সকাল ১১ টায় আবাসিক হলগুলো খুলে দিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের পদত্যাগের হিড়িক সরকারের পতনের পর প্রশাসনের পদত্যাগের হিড়িক
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে একে একে পদত্যাগ করেন আওয়ামীপন্থি শিক্ষকরা। ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ পদ থেকে অধ্যাপক আলমগীর কবির, ৭ আগস্ট উপাচার্য অধ্যাপক নুরুল আলম, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান এবং ১০ আগস্ট মীর মোশাররফ হোসনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম পদত্যাগ করেন।
এছাড়া ১১ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, শহিদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজউদ্দীন শিকদার পদত্যাগ করেন।
শিক্ষার্থীদের মবে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যু
১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার জেরে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দেন একদল শিক্ষার্থী। পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানেও দফায় দফায় মারধরের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাখা ছাত্রদলের চার নেতাকর্মী, একজন সমন্বয়কসহ আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একযোগে ১৭ সমন্বয়কের পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক গত ৩ অক্টোবর একযোগে পদত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠন ঘোষণা করেন তারা। এছাড়া ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’, ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চ’, ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ ইত্যাদি প্লাটফর্ম গঠিত হয়।
আরও পড়ুন: সুপার সানডে-মেগা মানডেসহ বছরজুড়ে সোহরাওয়ার্দী কলেজে আলোচিত যত ঘটনা
৩৫ বছর পর শিবিরের আত্মপ্রকাশ
২৯ অক্টোবর রাত ১১ টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেইজ থেকে ক্যাম্পাসে সুস্থধারার অংশগ্রহণমূলক রাজনীতির দাবিতে দেওয়া এক বিবৃতির মাধ্যমে প্রায় ৩৫ বছর পর প্রকাশ্যে আসে জাবি শাখা ছাত্রশিবির। এর চারদিন পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় সংস্কারে ৪১ দফা প্রস্তাবনা দেয় শাখা ছাত্রশিবির।
ইনস্টিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ
গত ১০ এই নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু শব্দ বাদ দেওয়া হয়
রিকশার ধাক্কায় নারী শিক্ষার্থীর মৃত্যু
১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) স্নাতক সম্মান প্রথম বর্ষের একজন নারী শিক্ষার্থী নিহত হন।
নবীন নারী শিক্ষার্থীর আত্মহত্যা
১৫ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষ থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রী তাঁর ছেলে সাথে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন।
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা চুড়ান্তভাবে বাতিল
২৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও উপাচার্য কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি। গত ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসম কোটা বাতিল করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
জাকসু নির্বাচন কমিশন গঠন
৩২ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। গঠন করা হয়েছে জাকসু নির্বাচন কমিশন। ৩১ ডিসেম্বর এক অফিস আদেশে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশন করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়েছে।