জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দাবি-দাওয়া নিয়ে বছরজুড়ে সরব শিক্ষার্থীরা, আলোচনায় অনলাইন ক্লাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

গত এক বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘটে গেছে নানা ঘটনা। দীর্ঘ আট বছর পর সমাবর্তন, প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে স্থান, শিক্ষক রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ, বাম ছাত্রসংগঠনে বিভক্তি, রাতের আধারে গাছ কেটে নৈসর্গিক সৌন্দর্য নিধন ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিসহ নানা ঘটনায় আলোচনায় বছরজুড়ে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই সকল ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ সালতামামি।

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে
প্রতিবছরের ন্যায় নিয়মিত ঘটনা প্রবাহের বাইরে ২০২৩ সাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যরকম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো গ্লোবাল টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে সারা দেশের মধ্যে প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তালিকায় ৮০১-১০০০ রেঞ্জ এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া অনুষদ ভিত্তিক র‍্যাংকিংয়েও উঠে আসে দুইটি অনুষদের নাম।

দীর্ঘ ৮ বছর পর সমাবর্তন
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫ দশকের বেশি সময়ে ২০২২ সাল পর্যন্ত মাত্র ৫ টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ৬ষ্ঠ সমাবর্তনের আয়োজন। সমাবর্তন আয়োজন ছিল প্রশাসনের জন্য ছিল একটি উল্লেখযোগ্য সফলতা। যদিও সমাবর্তনের প্যান্ডেলের পেছনে দরপত্র ছাড়াই ১ কোটি ৫৫ লাখ টাকা ও ৫৬ লাখ টাকার খাবারে ব্যয়ের বিষয়টিও ছিল আলোচনায়।

বিশ্বসেরা ২% গবেষকের তালিকায়
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় এবারও অবস্থান করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ শিক্ষক ও ১ শিক্ষার্থী। ৪ অক্টোবর আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস) এর গবেষক জন পি.এ. ইয়োনিডিস গবেষণা প্রকাশনার উপর ভিত্তি করে এ তালিকা এলসিভিয়ার জার্নালে প্রকাশ করেন।

বার্ষিক গবেষণা মূল্যায়ন ক্যাটাগরিতে তালিকায় স্থান পাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- পাবলিক হেলথ এন্ড ইমফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ. মামুন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির অধ্যাপক এম শামীম কায়সার, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আল-জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
২১ অক্টোবর জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তার এই পাঠদান কার্যক্রম শুরু হবে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েদারহেড স্কলারস প্রোগ্রাম (স্প্রিং, ২০২৪) এর আওতায় সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টোরাল ফেলো) হিসেবে যোগদান করবেন।

'আসন চাই' আন্দোলনের সরগরম বছর
অন্যান্য ঘটনার মধ্যে আলোচনায় সরগরম ছিল আবাসিক হলে সিট ও দ্রুততম সময়ে আসন বরাদ্দের দাবিতে আন্দোলন-অবস্থান। বছরের ১৭ ও ২৮ জানুয়ারি,২৩ ও ৩০ জুলাই এবং ১৯ অক্টোবর প্রায় ৫ বারের মতো আন্দোলন-অবরোধে নেমেছিল শিক্ষার্থীরা। এছাড়া জুন মাসে প্রত্যয় নামে এক শিক্ষার্থীর সপ্তাহব্যাপী অনশনও উল্লেখযোগ্য। 

তারিখ দিয়েও দফায় দফায় পেছানোর পর আন্দোলনের মুখে জাবিতে নতুন দুইটি হলে শিক্ষার্থী ওঠানো শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন বরাদ্দসহ চার দফা দাবিতে ছাত্রীদের আন্দোলনের মুখে ২৮ জানুয়ারি তড়িঘড়ি করে ফজিলাতুন্নেছা হল খুলে দিতে বাধ্য হয়। পরে ২৯ জানুয়ারি ছাত্রদের শেখ রাসেল হল খুলে দেওয়া হয়। তবে হল চালু হলেও এই দুটি হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়নি। ফলে অসম্পূর্ণ আবাসন ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।

ভিসিকে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের গালাগালের অডিও ফাঁস 
যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার একটি অডিও ফাঁস হয়েছে। এছাড়া তার কারণেই অধ্যাপক মো. নূরুল আলম উপাচার্যের চেয়ারে বসেছেন বলে অডিওতে মন্তব্য করেছেন জনি। উল্লেখ্য, অভিযুক্ত এ শিক্ষকের যৌন নিপীড়নের বিচার চেয়ে বছরব্যাপী আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

অ্যাম্বুলেন্সে মাদক বহন কান্ডে তোলপাড়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) উদযাপন অনুষ্ঠান উপলক্ষে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বংশাল এলাকায় মদ কিনতে গিয়ে পুলিশের হাতে আটক হয় জাবির ৪৩ ব্যাচের দুই শিক্ষার্থী। এ ঘটনার সূত্রে পরবর্তীতে জানা যায়, এর আগেও মওলানা ভাষানী হলের পুনর্মিলনীর জন্য মদ আনতে গিয়ে মাদকবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় একজন রিকশাচালক নিহত হন। বিষয়টি নিয়ে ক্যাম্পাস সহ সারা দেশে তোলপাড় পড়ে যায়। 

ছাত্রলীগের অস্ত্র মহড়া
মীর মশাররফ হোসেন হলে চলতি বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। পরে অস্ত্র নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দিকে যাওয়ার চেষ্টা করলে বটতলায় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের বাধা দেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যে অনেকক্ষণ ধরে বাকবিতণ্ডা হয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকের ওপর হামলা চালান।

উপাচার্যপন্থি ও বিরোধীদের টানাপোড়েনে ইমেরিটাস অধ্যাপক পদ
উপাচার্যপন্থি ও বিরোধী শিক্ষকদের টানাপোড়েনে চালু হয়নি ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার পদ। সিন্ডিকেটে পাস হলেও  একাডেমিক কাউন্সিলে গিয়ে আটকে যায় এ সংক্রান্ত নীতিমালা। 

পান থেকে চুন খসলেই বাস আটক 
ভাড়া নিয়ে কথা কাটাকাটির মতো ঠুনকো অনেক বিষয় নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একাধিকবার বাস আটকের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায়, এসবের কিছু ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও বাস আটকের জরিমানার টাকার ভাগ নিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সর্বশেষ কিছুদিন আগে সেলফি বাস কর্তৃক ধামরাইয়ে সাবেক এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ২৫ টি বাস আটক ও বাসটির রুট পারমিট বাতিলের দাবিতে করা আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল শিক্ষার্থীদের।

ছাত্রলীগ নেতাকে হলে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলের একটি কক্ষে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমনকে নির্যাতনের অভিযোগ ওঠে। গত ১৩ আগস্ট দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ১২৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী। 

রাজউকের 'রেডলিষ্টে' জাবির ১৩ ভবন
ঝুঁকিপূর্ণ বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ৩টি অংশ ভেঙে ফেলাসহ ১০টি ভবনকে মজবুতিকরণের সুপারিশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে এ নিয়ে কোনো ব্যবস্থা নেয় নি।

সাংবাদিক নির্যাতনের বিচারে গড়িমসি 
এ বছরে একাধিকবার সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও বিচারে গড়িমসি করেছে প্রশাসন। ঘটনার অনেক পরে প্রশাসন শাস্তি দেওয়ার কথা বললেও এটাকে বিচারের নামে 'প্রহসন' বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা। 

অনলাইনেই শুরু প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ 
বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস গত ৩০ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়। যদিও এর আগে সশরীরে ক্লাস শুরুর কথা বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বিভিন্ন সময় অনলাইনে ক্লাসের মাধ্যমে শ্রেণি পাঠদান সচল রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ধরনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

২০২২-২৩ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৩০ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্তেতীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 

রাতের আধারে গাছ কাটা, প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন ভবন নির্মাণ করার জন্য ১ নভেম্বর রাতের আঁধারে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সুন্দরবন নামের স্থানে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কাটা হয়। এর প্রতিবাদে গাছে কাফন পড়িয়ে প্রতীকী বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় এই শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ