হাবিপ্রবি উপাচার্যের আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১০ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ (পিআইএফআই) অর্জন করেছেন।
এই ফেলোশিপ হলো বিশ্বব্যাপী বৈজ্ঞানিক গবেষণায় একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণার বৈশ্বিক নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফেলোশিপ পেয়ে উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যা বলেন, পুরস্কার পেলে তো সবারই ভালো লাগে। এটা আমার ক্যারিয়ারের রিসার্চ ও টিচিং প্রফেশনের স্বীকৃতি। আশাকরি এটি দিয়ে আমি আমার হাবিপ্রবিকেও গবেষণার ক্ষেত্রে একটা সেন্টার অব এক্সিলেন্স করতে পারবো এবং তোমরা ছাত্র-ছাত্রীরা উৎসাহিত হবে। বিশ্ববিদ্যালয়টাকেও গবেষণার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো বাংলাদেশের ভেতরে। এটা একটা হাই স্ট্যান্ডার্ড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড।
প্রফেসর ড. এনামউল্যা তার গবেষণা কার্যক্রমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব করেছেন। তার গ্রুপ ইতোমধ্যে ১১৮টি গবেষণাপত্র প্রকাশ করেছে, যা আমেরিকান কেমিক্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি, এলসেভিয়ারসহ বিশ্বের নামকরা জার্নালে স্থান পেয়েছে।
এছাড়াও ২০১১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পুরস্কার অর্জন করেন। তার গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের রিসার্চ গ্রুপ লিঙ্কেজ প্রোগ্রামের পুরস্কার লাভ করেছেন।
উপাচার্যের এই আন্তর্জাতিক সম্মাননা হাবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার এই অর্জন বৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের।