ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:২০ PM
ফরিদপুর জেলায় একটি রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১০-১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে। এ সময় ওই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।
আরও পড়ুন: পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবি কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট
ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘষের পর মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ করছে। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।