এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টুয়েন্টি বিশ্বকাপ : সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারারর পরও এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টুয়েন্টি বিশ্বকাপ বলে মন্তব্য করেছেন অধিনায়ক সাকিব আল হাসানঅ

আজ রোববার (৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার ওভালে ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে এ কথা বলেন সাকিব।

সাকিব বলেন, এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ ওভার শেষে আমাদের স্কোর ছিল ১ উইকেটে ৭০। আমরা চেয়েছিলাম ১৪৫-১৫০ রান করতে, এই পিচে যেটি হতো ভালো একটি সংগ্রহ। 

তিনি আরও বলেন, জানতাম যে নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে, তাই সেট হওয়া ব্যাটাররাই স্কোরটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু হয়নি। ফলাফলের দিক দিয়ে এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন: কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ।

এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতেছে, হেরেছে তিনটিতে। সেমির আশা তখন ক্ষীণ হয়ে গেলেও জ্বলে ওঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে নেদারল্যান্ডসের জয়ের মধ্য দিয়ে।

দক্ষিণ আফ্রিকার হারের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। অ্যাডিলেইডে আজ পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো সেমিতে উঠতো। কিন্তু বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।


সর্বশেষ সংবাদ