উত্তরায় চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত যাত্রী

  © সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহীত

রাজধানীর উত্তরার জসিম উদ্দিন সড়কে পপুলার মেডিকেল হাসপাতালের সামনে চলন্ত একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে রাইদা পরিবহনের একটি বাসে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল উঠেই যাত্রীদের উপর হামলা চালিয়ে চারটি মোবাইল ফোন ও ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে বাসে থাকা এক যাত্রী ছুরিকাঘাতে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে দুইজন নারী শিক্ষার্থীসহ কয়েকজন সাধারণ যাত্রী ছিলেন। হঠাৎ করেই বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি বাসে উঠে নানা অজুহাতে ভেতরে গমন করে। কিছুক্ষণ পরেই তারা যাত্রীদের জিম্মি করে মানিব্যাগ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পরপরই তারা দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন একজন যাত্রী সাহস করে তাদের ধরতে গেলে ছিনতাইকারীদের একজন তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মাঝে। স্থানীয়রা জানান, ওই সংঘবদ্ধ দলটি দীর্ঘদিন ধরেই এমন কৌশলে বাসে উঠে যাত্রীদের জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। তাদের মূল লক্ষ্য থাকে একসঙ্গে কয়েকজন পুরুষ সদস্য মিলে বাসে উঠে যাত্রীদের ভয়ভীতি দেখানো এবং সুযোগ বুঝে লুটপাট চালানো।

ঘটনার পর আহত যাত্রীসহ অন্যান্য ভুক্তভোগীরা উত্তরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাসে চিনতাইয়ের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের পর যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ