স্কুলশিক্ষিকার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তরুণী উদ্ধার

  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে স্কুল শিক্ষিকার নির্মাণাধীন তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তরুণীকে উদ্ধার করে পুলিশ। গত ১০ এপ্রিল গভীর রাতে ওই ঘর থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই তরুণী মানসিক বিকারগ্রস্ত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, তরুণী মানসিক বিকারগ্রস্ত। তরুণীর নষ্ট মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে তাকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়। তবে কারা তাকে নিয়ে গেছেন তাদেরকে সে চিনে না। তবে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সে কোন কথা বলতে রাজি হয়নি।

স্থানীয়রা জানায়, দক্ষিণ আইচা সাবরেজিট্রার অফিস সংলগ্ন দক্ষিণ আইচা থানার ৯৬ নং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফজিলাতুন্নেছার পাকা ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ওই ভবনের এক ইউনিটের নির্মাণ কাজ শেষ হওয়ায় তালাবদ্ধ করে রাখা হয় এবং বাকি আরেকটি ইউনিট ফাঁকা রয়েছে। 

আরও পড়ুন: প্রকাশ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

গত ১০ এপ্রিল রাতে ভবঘুরে এক তরুণীকে শিক্ষিকার ছেলে মেহেদী ও তার বন্ধুরা মিলে ওই তরুণীকে ফুসলিয়ে ওই তালাবদ্ধ কক্ষে নিয়ে যায়। গভীর রাতে স্থানীয়রা বিষয়টি টের পেলে ভবনের তালাবদ্ধ কক্ষে তরুণীকে রেখে পালিয়ে যায় তারা। পরে থানা পুলিশকে খবর দিলে তালাবদ্ধ কক্ষ থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘প্রায় রাতেই ওই ঘর মালিকের ছেলে তার বন্ধুদের নিয়ে আড্ডা বসাতেন।’

স্কুল শিক্ষিকা ফজিলাতুন্নেছা রুমা বলেন, ‘আমার বাড়ির কাজ চলমান রয়েছে। এর মধ্যে একটি ইউনিটের কাজ প্রায় শেষ হয়েছে। কে বা কারা ওই ঘরের চিলেকোঠা দিয়ে এক তরুণীকে আমার ভবনের কক্ষে এনে তা আমি জানি না। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমার স্বামী গিয়ে তালা খুলে দেয়। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি, তাই আমার ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলা হচ্ছে।’

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া বলেন, ‘ঘটনার দিন রাতে খবর পেয়ে পুলিশ ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক তরুণী উদ্ধার করে।জিজ্ঞাসাবাদে ওই তরুনী জানায় মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে তাকে যুবকরা ওই কক্ষে নিয়ে গেছেন। তিনি কাউকে চিনে না। তবে ওই তরুণী মানসিক বিকারগ্রস্ত বলে ধারনা করা হচ্ছে। তাই তাকে তার পরিবারকে ডেকে জিম্মায় দেয়া হয়েছে। কারা ওই তরুণীকে তালাবদ্ধ কক্ষে নিয়ে গেছে তা নির্ণয় করা যায়নি।’


সর্বশেষ সংবাদ