বাড়ল আলিম পরীক্ষার ফরম পূরণের সময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৫ AM

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের আলিম পরীক্ষার পরীক্ষার্থীদের ফরমপূরণের সময় বিলম্ব ফিসহ আগামী ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো। আর জমা দেয়ার শেষ সময় ২২ মার্চ পুনঃনির্ধারণ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
আরও পড়ুন: আলিম পরীক্ষা শুরু ২৬ জুন, সময়সূচি প্রকাশ
এ ছাড়াও উল্লেখ্য বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ৫৭.১৬.০০০০.003.011.41.002.25-৫৯২ স্মারকে প্রদত্ত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন আলিম পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে শেষ ১২ আগস্ট।