বিশ্বকাপের আগে দুঃসংবাদ আর্জেন্টিনার, ইনজুরিতে মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

কাতারে বসতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে আরও একটি দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ইনজুরির কারণে পিএসজির হয়ে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে নামা হচ্ছে না তার। তবে এতে বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা থাকছে না।

আজ লরিয়েন্তের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পিএসজির।  এর আগে পায়ের গোড়ালির পেছনের অংশে ব্যথা পাওয়ায় মেসি থাকছেন না  ম্যাচে। পিএসজি এক বিবৃতিতে বলেছে, মেসিকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে অনুশীলনে যোগ দেবেন।

পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালাতিয়ের বলেছেন, কোনও ফুটবলারই বলেনি, বিশ্বকাপের আগে আর খেলতে চায় না। চ্যাম্পিয়ন ফুটবলারদের এমন মানসিকতা এমন হতে পারে না। সবকিছুর বাইরে ফিটনেসের ব্যাপারে সচেতন তারা।

আরো পড়ুন: সেমির দুয়ার খোলা রইলো বাংলাদেশ-পাকিস্তানের

পিএসজির হয়ে চলতি মৌসুমে মেসি ১২ গোল করেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় ভরসার নাম মেসি। সবকিছু জেতা ক্যারিয়ারে বিশ্বকাপেরই আফসোস রয়েছে তার।

২০১৪ সালে ফাইনালে পৌঁছে আর্জেন্টিনাকে হারতে হয়েছিল জার্মানির কাছে। এবার কাতারে আক্ষেপ দূর করতে মরিয়া আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকা জেতার পর আছে দারুণ ছন্দেও। তবে মেসির ইনজুরি কপালে চিন্তার ভাঁজ ফেলবে তাদের।


সর্বশেষ সংবাদ