বিশ্বকাপ বন্ধ করে দিতে বললেন অস্ট্রেলিয়ার মার্শ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৫ AM , আপডেট: ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৫ AM
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছে বিতর্ক। শেষ ওভারে মহম্মদ নওয়াজ়ের নো বল বা ফ্রি হিটে বিরাট কোহলি বোল্ড হওয়ার পর তিন রান। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচে একের পর এক বিতর্ক দেখে বিশ্বকাপটাই বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বসলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।
আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে তিনি বলেছেন, বিশ্বকাপটাই বোধ হয় বন্ধ করে দেওয়া দরকার। তাতে কোনও দলের যদি ভাল হয়। প্রত্যেকে অসাধারণ তিনটে সপ্তাহ কাটানোর আশা করছি।
আরো পড়ুন: বি গ্রুপে ভারতকে টপকে শীর্ষে বাংলাদেশ
তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখা বরাবরই উত্তেজনার। দর্শকদের এই ম্যাচ দেখা কী যে অসাধারণ অভিজ্ঞতা, সেটা না থাকলে বোঝা যাবে না। অবশ্য মার্শ মজা করেই কথাটা বলেছেন।
কোহলির প্রশংসা করে মার্শ বলেছেন, কোহলি অসাধারণ খেলেছে। ও যে মাপের ক্রিকেটার, তাতে এক বছর মোটেই ভাল যায়নি। বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই ছাপ রেখে গেল ও। খুব ভাল লেগেছে ব্যাট থেকে ওই ইনিংস দেখে।