কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করা গুলশান আরা মারা গেছেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:২৩ AM

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনয়শিল্পী। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা লুরিহাজ মালসি ও কাজল আরফিন অমী।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে এক ফেসবুক পোস্টে নির্মাতা লুরিহাজ মালসি লেখেন, অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ সকালে মারা গেছেন। গুণী এই অভিনয়শিল্পী দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন। চির বিদায়, চির বিদায়।
নির্মাতা কাজল আরফিন অমী সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে তিনি কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
গুলশান আরার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের মধ্যে। সামাজিক মাধ্যমে অনেকেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন এই প্রিয় মুখকে।
অভিনয়জীবনে গুলশান আরা আহমেদ ছিলেন একাধারে নাটক ও সিনেমার পরিচিত মুখ। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন তিনি। তবে নিজেকে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন শুরু থেকেই। সে লক্ষ্যেই প্রথম অভিনয় করেন প্রয়াত পরিচালক এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর একে একে কাজ করেছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে।
দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ে সাবলীলতার কারণে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলার মায়ের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল ব্যাপকভাবে।