বাঁচতে চায় ইবি শিক্ষার্থী শান্তা, সাহায্যের আবেদন
- ইবি প্রদায়ক
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ১২:২২ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সোমাইয়া শারমিন শান্তা। অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার। কিন্তু হঠাৎ মরণব্যাধি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন এই শিক্ষার্থী। তার জীবন বাঁচানোর শেষ উপায় লিভার ট্রান্সপ্লান্ট।
সোমাইয়া শারমিন শান্ত বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন। ফলে অপারেশন ও আনুষঙ্গিক খরচসহ প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। এই ব্যয়ভার তার নিম্নবিত্ত পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই মেয়েকে বাঁচাতে সবার কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার। সবার সহযোগিতাই পারে এই মেধাবী শিক্ষার্থীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস সমস্যায় ভুগছেন শান্তা। গত জানুয়ারি মাসে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই শহরের ড. রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করে লিভার ট্রান্সপ্লান্ট করার কথা জানান। অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৫ লাখ টাকা এবং আনুষঙ্গিক খরচসহ প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। যত দ্রুত অর্থ জোগাড় করা যাবে, তত দ্রুতই অপারেশন শুরু করা হবে বলে জানিয়েছেন পারিবার। তাই মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও সহপাঠীরা।
সাহায্য পাঠাতে পারেন ০১৫১৬৩২১৮৫৮ (বিকাশ/নগদ/রকেট)। ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে,
সামি আল সাদ আওন, ডাচ-বাংলা ব্যাংক, কক্সবাজার শাখা, অ্যাকাউন্ট নম্বর ১৪৫১৫৮০০৪১২৯৬, এস এম ইমরান হোসেইন, ইসলামী ব্যাংক পিএলসি, শ্যামনগর শাখা, অ্যাকাউন্ট নম্বর ২০৫০৩৩৬৬৭০০২০৫৪০৩, এস এম ইমরান হোসেইন, অ্যাকাউন্ট নম্বর ০২০০০২২০৪৭১৪৪, অগ্রণী ব্যাংক, শ্যামনগর, সাতক্ষীরা