চার বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে কেমব্রিজে চান্স পেলেন মোনতাহা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন মোনতাহা চৌধুরী
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন মোনতাহা চৌধুরী  © সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন বাংলাদেশের মেয়ে মোনতাহা চৌধুরী। ‘এ’ লেভেল পরীক্ষায় চারটি বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে চান্স পেয়েছেন তিনি। যুক্তরাজ্যের কিং এডওয়ার্ড সিক্স গার্লস হাই স্কুলের এ শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হতে চান।

মোনতাহার দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের নিজ করনশীতে (নগরী কাপন)। তিনি বায়োলজি, কেমিস্ট্রি, গণিত ও ইংরেজিতে ‘এ-স্টার’ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

তার বাবা মাহবুব আলম চৌধুরী মাখন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ কাউন্সিলের ভারপাপ্ত চেয়ারম্যান। মা আকছা চৌধুরী গৃহিনী।

আরো পড়ুন: পড়াশুনা করুন উচ্চশিক্ষার স্বর্গরাজ্যে ফিনল্যান্ডে

২০১৯ সালে মোনতাহার ভাই ডা. হামজা চৌধুরী ক্রাইওভার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এবং বোন ডা. মোমেনা চৌধুরী ইউনিভারসিটি অফ বার্মিংহাম থেকে চিকিৎসক ডিগ্রী অর্জন করেন।

তার সাফল্যে উচ্ছসিত মা আকছা চৌধুরী বলেছেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াটা বড় নয়, ভালো মানুষ হোক এই প্রত্যাশা করি। মা মেয়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

 


সর্বশেষ সংবাদ