শূন্য পদের তথ্য সংশোধন সোমবারের মধ্যে

এনটিআরসিএর কার্যালয়
এনটিআরসিএর কার্যালয়  © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংশোধন করা যাবে আগামী সোমবার (২৫ মার্চ) পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা প্রধানদের দাখিল করা তথ্যে যদি ভুল ত্রুটি থাকে তবে তা রিকুইজিশন প্লাটফর্মে সংশোধন/সংযোজন/বিয়োজন করা যাবে আগামী ২০ মার্চ সকাল ১০টা থেকে ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত।

তথ্য সংশোধন সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্লাটফর্ম নামে পাওয়া যাবে। এ কর্মক্রম জেলা শিক্ষা অফিসারেরা ২০ মার্চ থেকে তাদের আওতাধীন সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রিকুইজিশন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে জমা দেবেন। ই-রিকুইজিশন যাচাইয়ের সময়ে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা সংশোধন করে জমা দেবেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ আবেদনের সময় শেষ হলেও ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যায়।


সর্বশেষ সংবাদ