মেসিদের কোচ হয়ে ফিরছেন জাভি?

জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি
জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি   © সংগৃহীত

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন মেসির সাবেক সতীর্থ ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সদ্য বিদায়ী কোচ জাভি হার্নান্দেজ, এমন গুঞ্জন উঠেছে ফুটবল পাড়ায়। নতুন এক রিপোর্টে বলা হচ্ছে, জাভির সঙ্গে যোগাযোগ চলছে আমেরিকান এই ক্লাবের।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্টিনো। এমএলএস কাপ প্লে অফ থেকে মায়ামির আগেভাগে বিদায়ের পর হুট করেই নিয়েছেন এই সিদ্ধান্ত। তারপরই মেসির কোচ কে হচ্ছেন, তা নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হতে থাকে। বেশ জোরেশোরেই শোনা যায় বার্সার সাবেক খেলোয়াড় ও প্রধান কোচ জাভির নাম।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল ক্র্যাক ডেপোর্টিভো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, মার্টিনোকে সরিয়ে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে আনার সম্ভাবনা রয়েছে। ডেভিড বেকহ্যাম সেই কোচকে নিয়োগ করবেন, যিনি একসময় একটি অজেয় মৌসুম পরিচালনা করেছেন। যদি এই নিয়োগ বাস্তবে রূপ নেয়, তবে লিওনেল মেসি খুশি হবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে মে মাসে বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়া পর বেকার সময় কাটাচ্ছেন জাভি। বার্সা ও কাতারি ক্লাব আল সাদের সঙ্গে সাফল্য পাওয়া এই কোচ কিন্তু মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রে একত্রিত হচ্ছে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে এই কথা। দুই পক্ষের মধ্যে কোনও যোগাযোগই হয়নি এবং এই চুক্তি ‘অসম্ভব’! 

মায়ামির সঙ্গে চুক্তি হলেও আগামী জানুয়ারিতে প্রাক মৌসুমের আগে যোগ দিতে পারবেন না জাভি, যেটা করতে তিনি আগ্রহী নন। তাছাড়া ৪৪ বছর বয়সী স্প্যানিশ শীর্ষ কোনও ইউরোপিয়ান ক্লাবের কোচ হতে চান। সব মিলিয়ে শেষ কথা- মেসি, সার্জিও বুশকেটস, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার সঙ্গে জাভিকে দেখার বাসনা পূরণ হচ্ছে না।


সর্বশেষ সংবাদ