৪ ঘণ্টা পর সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ PM
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রায় ৪ ঘণ্টা পর মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক থেকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে ফিরে যান শিক্ষার্থীরা। এসময় কলেজ প্রশাসন একটি সংবাদ সম্মেলন করেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর নিরাপত্তায় সিটি কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় সিটি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজ প্রশাসন। এছাড়াও ঢাকা কলেজের দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা গেছে।
সিটি কলেজ অধ্যক্ষ কাজী নিয়ামুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকালকের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের প্রায় ৩৪ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আরও ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজ থেকে বের হয়ে শিক্ষার্থীরা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছিল।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ প্রশাসন ৯টি দাবি জানায়। দাবিগুলো হল-
১) দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন;
২) আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাংচুর করেছে। যা আমাদের জন্য লজ্জানজক। এ হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের উর্ধ্বত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৩) বিশেষ করে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে;
৪) ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাবস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে স্থানান্তর করতে হবে;
৫) সিটি কলেজের যেসকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনা সরাসরি নির্দেশ ও জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে;
৬) এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে;
৭) এই হামলায় জড়িত সেনা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
৮) বৈষম্যবিরোধী আন্দোলনে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শিক্ষার্থী আহত হয়েছেন তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে। যাতে সরাসরি সিটি কলেজ এ পুলিশ জড়িত ছিল;
৯) ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজ শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এর আগে সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।