ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

  © সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলের বিসিআইসি ভবনের ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। 

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ আব্দুল কুদ্দুস ও ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস এবং সদস্য সচিব হয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ।

বিএবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যাংকারদের ঐক্যবদ্ধ পস্ন্যাটফর্ম ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। সংগঠনের লক্ষ্য ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ব্যাংকারদের অধিকার রক্ষা করা এবং পেশাজীবী প্ল্যাটফর্মে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন -  জনাব এম. মাহবুবুর রহমান, যুগ্ম পরচিালক ও সাধারণ সম্পাদক, জিয়া পরষিদ, বাংলাদশে ব্যাংক; মো. জাহিদুল ইসলাম, এফএভিপি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও সাবেক সভাপতি, অমর একুশে হল ছাত্রদল, ঢাবি, মনির আহমেদ, এজিএম, জনতা ব্যাংক পিএলসি ও নির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাকৃবি ছাত্রদল, আবুল বাশার, প্রিন্সিপাল অফিসার ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, নিয়াজ মোর্শেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও যুগ্ম আহ্বায়ক, জিয়া পরিষদ, রূপালী ব্যাংক পিএলসি, মো. আবু সোহেল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সহ-সভাপতি, জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, মোস্তাফিজুর রহমান আরিফ, এজিএম, বিডিবিএল সাবেক সম্পাদক, অমর একুশে হল ছাত্রদল, ঢাবি।

 

কমিটির সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন- , সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। 

এই আহ্বায়ক কমিটি দেশের ব্যাংকিং খাতের সংস্কার, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ব্যাংকারদের ন্যায্য অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় ব্যাংকিং সেক্টরের জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ