দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল সিইসি

নির্বাচন কমিশন (ইসি) লোগো
নির্বাচন কমিশন (ইসি) লোগো  © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারসহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

আজ রোববার (০২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবসে’ এই হালনাগাদ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে। এছাড়াও সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।

কমিশন জানিয়েছে, ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫৪ শতাংশ। 

বর্তমানে দেশে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন, হিজড়া রয়েছেন ৯৯৪ জন। 

এবার ভোটার তালিকা হালনাগাদে মোট ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে ১২ লাখ ১৭ হাজার ২৮ জন পুরুষ, নারী ৬ লাখ ৬৫ হাজার ২৪ জন এবং হিজড়া ৬২ জন।


সর্বশেষ সংবাদ