নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না: ইসি সানাউল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০৩:০৮ PM

নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা স্বচ্ছ, সুন্দর ভোট উৎসব চাই। নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না।’
তিনি বলেন, ‘ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে। এই হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আবারও একটা ভোটার তালিকা পাওয়া যাবে।’
গত তিন মাসে ৮০ হাজারের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ।
আরও পড়ুন: চাঁদাবাজির ভিডিও ভাইরাল : বৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসানকে শোকজ
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ ও কমিশনের অন্য কর্মকর্তারা।