ইসির সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ

 নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদে
নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদে  © সংগৃহীত

নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীয় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে রাশেদ খানসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। 

এর আগে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের দায়িত্ব নেওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এরপর, গত ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে ইসির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।


সর্বশেষ সংবাদ