নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে: ইসি আনোয়ারুল

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার  © সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইসি ভালো নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাই।’

‎আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, ‎বিগতসময়ে যে নির্বাচনগুলো যদি সঠিক না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে। এর পুরো দায় নির্বাচন কমিশনের।  

তিনি বলেন, ‎জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে যাতে প্রতারণা না হয়, সে জন্য জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আয়োজন করতে হবে।

আরও পড়ুন: নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এ সময়  উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ, ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের অন্য কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ