নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে: ইসি আনোয়ারুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০৩:১১ PM

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইসি ভালো নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাই।’
আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, বিগতসময়ে যে নির্বাচনগুলো যদি সঠিক না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে। এর পুরো দায় নির্বাচন কমিশনের।
তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে যাতে প্রতারণা না হয়, সে জন্য জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আয়োজন করতে হবে।
আরও পড়ুন: নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ, ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের অন্য কর্মকর্তারা।