শিক্ষার্থীরা ই-বুকে বেশি অভ্যস্ত: শিক্ষা সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৮ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৮ PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, বর্তমান সময়ের শিক্ষার্থীরা ই-বুকে (অনলাইন) বেশি অভ্যস্ত। তারা ছাপা বইয়ের চেয়ে ই-বুক পড়তে বেশি পছন্দ করেন। তবে আমি মনে করি ছাপা বইয়ের চাহিদা কখেনো ফুরাবে না।
বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।