ইসির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ PM

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছেন গণ অধিকার পরিষদের নেতারা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, আজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।
আরো পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে রুটম্যাপ প্রকাশ ঢাবির, যানবাহন চলাচলে কড়াকড়ি
প্রতিনিধি দলে নুরুল হক নুর ছাড়াও আর কারা যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বিকেল ৩টায় বৈঠক হবে। প্রতিনিধি কারা থাকছেন এখনো ঠিক করা হয়নি। একটু পরেই হয়তো আপনারা জানতে পারবেন।