রাতে শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা প্রশাসক
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ PM
সারাদেশের মতো চাঁদপুরেও শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জীবন হয়ে উঠেছে অসহ্য কষ্টের প্রতিচ্ছবি। তাদের কেউ দিনভর কাজ করেও রাতের তীব্র শীতে কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত, কেউ আবার শিশুকে শীতল মাটির উপর জড়িয়ে ধরে রাত কাটানোর চেষ্টা করছেন। এই দুর্দশার মাঝে চাঁদপুর জেলা প্রশাসনের এক ব্যতিক্রমী উদ্যোগ যেন শীতার্ত মানুষের জীবনে উষ্ণতার পরশ বুলিয়ে দিয়েছে।
আনুষ্ঠানিকতা এড়িয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিজ উদ্যোগে শহরের নিম্ন আয়ের মানুষের দরজায় দরজায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বেদে পল্লী, পুরানবাজারের হরিসভা, রনাগোয়ালসহ বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের কাছে এই ভিন্নধর্মী কার্যক্রম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, আপনারা জানেন যে সারাদেশেই শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা ইতোমধ্যে প্রতিটা ইউনিয়ন পর্যায়েও শীতবস্ত্র বিতরণ করছি। তারই অংশ হিসেব আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।