শীতার্তদের মাঝে স্বপ্নচারী ব্লাড সোসাইটির শীত বস্ত্র বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ PM
গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রক্তদান ভিত্তিক সংগঠন স্বপ্নচারী ব্লাড সোসাইটি। বুধবার (২৫ ডিসেম্বর) ত্রিশালের গুজিয়াম আমিরাবাড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ তবে কেন করবো না রক্ত দান’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা রক্তদান ভিত্তিক সংগঠন ‘স্বপ্নচারী ব্লাড সোসাইটি’র সদস্যদের অর্থে সংগ্রহ করা হয় শীতবস্ত্র।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. মিনার হোসেন, মো. মোকছেদুল আলম, মো. আবু সাঈদ এবং মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গুজিয়াম আমিরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৩তম ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায় যাত্রা শুরু করে স্বপ্নচারী ব্লাড সোসাইটি।