ঢাবির আইবিএ ও চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি এ ফল প্রকাশ করা হবে। এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ভর্তি পরীক্ষা নেওয়া হয়। আর চারুকলা অনুষদের ফলাফল দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফল প্রকাশের সময় নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাকিল হুদা। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইবিএর লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি ফল প্রকাশ করা হবে।

চারুকলা ইউনিটের আন্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, সব ইউনিটের ফল একসঙ্গে নাকি আলাদাভাবে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু

গত ৩ জানুয়ারি আইবিএর ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ