সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বিজ্ঞপ্তিটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।
এদিকে, সোমবার (৬ জানুয়ারি) ঢাবি নিয়ন্ত্রিত সাত কলেজের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) এবং ভর্তি আবেদন ০৬ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১২ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়াও সাত কলেজের বাণিজ্য ইউনিটের পূর্বের ন্যায় আসন সক্ষমতার অতিরিক্ত ৪৮৯২ টি আসন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত কলেজসমূহের ব্যবসায় শিক্ষা শাখার বিভাগসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্জিত ডিগ্রি সমূহের সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
আরও পড়ুন: ঢাবি অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবির নেপথ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী আনিকা আকতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কে ৫ দফা দাবি জানানো এবং ইউজিসি,ঢাবির ভিসি এবং সাত কলেজের অধ্যক্ষগণের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরও আমাদের কথা তারা আমলে নেন নি। স্বতন্ত্র পরিচয়ের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করার পরেও ঢাবির অধীনে ২৪-২৫ সেশনের পরীক্ষা নেওয়াকে আমরা যৌক্তিক সিদ্ধান্ত মনে করছি না। আমরা চাই না নতুন করে ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা ঢাবির প্রশাসনের নোংরা বাণিজ্যের শিকার হোক। তাই আমি ২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তিকে প্রত্যাখান করছি।
এ বিষয়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি আব্দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এই বিজ্ঞপ্তিটা পরীক্ষা নেওয়ার আগ পর্যন্ত পরিবর্তন করা যাবে। ভর্তি আবেদনের জন্য টাকার যে হিসাব ওনারা আপাতত সেটা রাখবে। আমরা ঢাবির অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে যে আন্দোলন করছি এটা চলমান থাকবে। আর আসন সংখ্যা পরীক্ষার আগের দিনে বললেও এটা কমানো যাবে। আমরা একটা লিস্ট করে দিবো তখন তারা অনলাইনে কমিয়ে দিবে ।
আরও পড়ুন: ‘সবার সাথে আলোচনা করে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে হবে’
তিনি আরও জানান, সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের মূল মিটিং গুলো শুরু হয়েছে। আমরা চাই এ বছর থেকে ইউজিসি ও ঢাবির সমন্বয়ে থেকে একটি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা হোক। সেই সাথে ইউজিসি ও ঢাবির সমন্বয়ে সক্ষমতা অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ করা হোক। আর ঢাবি অধিভুক্ত এখনো যেহেতু আছে সেই হিসাবে ওনারা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। তবে উপর থেকে যখনই নির্দেশনা দিবে ওনারা আসন সংখ্যা কমিয়ে দিবে।
উল্লেখ্য, সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের মুখে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।গঠিত এ কমিটি আগামী চার মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যে ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।