রিকশাচালক ও হোটেল কর্মচারীদের মাঝে জাবি ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশাচালক ও বিভিন্ন হোটেলের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাবি শাখা ছাত্রদল। এ সময় শাখা ছাত্রদলের মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন শীতবস্ত্র বিতরণ কর্মসূচির তত্ত্বাবধান করেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের কল্যাণে কাজ করে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সবসময় নির্দেশ দেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় জাবিতে রিকশাচালক ও হোটেল কর্মচারীদের শীতের কষ্ট সামান্য লাঘব করার জন্য ছাত্রদলের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ৪৬ তম আবর্তনের এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, মো. শরিফুল ইসলাম, জিল্লুর রহমান, মো. রফিকুল ইসলাম, রোকনুজ্জামান, হাসান হাবিব, সাকিব আহমেদ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, আসাদ জামান, জাহিদ, ৪৭ ব্যাচের আব্দুল গাফফার জিসান, ফিরোজ আহমেদ, পিন্টু গোয়ালা, রনি আহমেদ, জহিরুল ইসলাম অয়ন, আকিমুল ইসলাম, ৪৮ তম ব্যাচের রিফাত মাহমুদ, সায়দার রহমান সোহান, মিরাজুল ইসলাম, আখতারুজ্জামান, আল মামুন, আহমেদ শিমুল, আল ইমরান, মাসুদ রানা পাইলট মিস্টো, শান্ত হাসান, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহান প্রমুখ।