ফিফা ওয়ার্ল্ড কাপের পেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা

ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ছবি
ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ছবি  © সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশব্যাপী চলছে উৎসবের আমেজ। নানান আয়োজন আর উৎসাহ উদ্দীপনায় আজ সোমবার (১৪ এপ্রিল) নতুন বছরকে বরণ করে নিচ্ছেন দেশের মানুষ। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার নতুন আঙ্গিকে দেশে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে।

ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’। এর সঙ্গে একটি ছবি দেওয়া হয়েছে। এতে দেশের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ কয়েকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া রয়েছে বাংলাদেশের পতাকাসহ বৈশাখের মোটিফ।

আরো পড়ুন: ফিফা ওয়ার্ল্ড কাপের পেজ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

এর আগে জামাল ভুইয়ার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘কোটি হৃদয়ের স্বপ্নের অধিনায়ক’। আর এসএসসি পরীক্ষা শুরুর দিনও পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।’


সর্বশেষ সংবাদ