নববর্ষে বেরোবিতে চালু হচ্ছে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম

বেরোবি ক্যাম্পাস রেডিও
বেরোবি ক্যাম্পাস রেডিও  © সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)  ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। রবিবার (১৩ এপ্রিল)চ ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম  সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।  

কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন  ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী  অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানাকে।

এতে  সদস্য হিসেবে রয়েছন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক ত্বহা হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ম. জামিলুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম রব্বানী, আইসিটি  সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. মেরাজ আলী এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তা মো. হাবিবুর রহমান ।

জানা গেছে, ক্যাম্পাস রেডিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অডিও-ভিজুয়াল কার্যক্রম পরিচালনা করবে। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে  উপাচার্য  ড. মো. শওকাত আলী বলেন, ক্যাম্পাস রেডিও’র মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা হবে।


সর্বশেষ সংবাদ