পাকিস্তান ইস্যুতে কঠিন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM

গত ১৫ বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। তবে গেল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগের পরিস্থিতিতে ক্রীড়াপ্রেমীরা প্রত্যাশা করেছিলেন, হয়তো আগামীতে আবারও ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ আয়োজিত হতে পারে।
তবে মঙ্গলবারের আত্মঘাতী সেই হামলার পর এই সম্ভাবনা একেবারে শূন্যের কোটায় নেমে গেছে। আগামী কয়েক বছরের জন্য এই আলোচনাও আর সামনে না আসার সম্ভাবনা বেড়েছে। ওই হামলার পর নতুন করে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
তার ভাষ্যমতে, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না। কারণ, এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি। কারণ, এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’
সবশেষ ২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে পাড়ি জমিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এ ছাড়া ২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ম্যান ইন ব্লুরা। বর্তমানে শুধুই আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় দল দুটি।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়েছেন। জানা গেছে, পর্যটকদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি। ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, কাশ্মীরে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।