পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন ইএফটিতে যুক্ত করার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:২১ PM

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির এক চিঠিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওই চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’
আরও পড়ুন: জবি ‘বি’ ইউনিটের আসন পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ
এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখতে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি পত্র/আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় জানা গেল
সম্প্রতি সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ১৭ ডিসেম্বর উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়ে জুম লিংকের মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তের সঙ্গে পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।