১১ দিন শেষে রাবির প্রাথমিক আবেদন ২ লাখ ৯৩ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১১ দিনে প্রাথমিক আবেদন জমা পড়েছে ২ লাখ ৯৩ হাজার ২১৩টি। রবিবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, গত ২৫ মে থেকে শুরু হয়ে ১১দিন পরে মোট তিন ইউনিটের প্রাথমিক আবেদন জমা পড়েছে ২ লাখ ৯৩ হাজার ২১৩টি। তাছাড়া মানবিক বিভাগের জন্য নির্ধারিত এ ইউনিটে জমা পড়েছে ১লাখ ৫ হাজার, বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত বি ইউনিটে ৭৫ হাজার এবং বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত সি ইউনিটে ১ লাখ ১১ হাজার আবেদন। 
এই আবেদন চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে এ, বি ও সি এই তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চুড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। চার শিফটে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। প্রতিটি শিফটে ১৮ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ