ফেলোশিপ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ, মাসিক অনুদানসহ থাকছে যেসব সুবিধা

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ PM
পলিসি লিডার ফেলোশিপে ইতালি যেতে চাইলে আবেদন করুন দ্রুতই

পলিসি লিডার ফেলোশিপে ইতালি যেতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ইতালির ইউরোপীয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পাঁচ বা দশ মাসের ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করছে। ”পলিসি লিডার ফেলোশিপ” এর আওতায় নির্বাচিতরা পালাজো বুওন্টালেন্টি-ফ্লোরেন্স, ইতালিতে অনুষ্ঠিতব্য এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীদেরসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জানুয়ারি ২০২৬।

সুযোগ-সুবিধা

*মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে  €২,৫০০ প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*পারিবারিক ভাতা প্রদান করবে;

*আসা-যাওয়ার বিমান খরচ প্রদান করবে;

আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ, থাকছে ভাতা-আবাসনসহ নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*সব জাতীয়তার মানুষ আবেদন করতে পারবেন;

*যারা সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি ও বেসরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান বা করেছেন;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোফেল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি);

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি) (সর্বোচ্চ ৩ পেজ);

*সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);

*মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);

*দুটি রেফারেন্স লেটার;

*কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);

*সর্বোচ্চ শিক্ষাগত প্রশংসাপত্রের অনুলিপি;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৬।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫