সিএসসি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের উহান বিশ্ববিদ্যালয়ে, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে নানা সুবিধা

২৮ নভেম্বর ২০২৫, ১০:১১ PM
সিএসসি স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

সিএসসি স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজে পূর্ণ স্কলারশিপ পাওয়া যায়। এর মধ্যে অন্যতম অন্যতম হচ্ছে সিএসসি স্কলারশিপ। চীনের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি উহান ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সিএসসি স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া। উক্ত স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত উহান ইউনিভার্সিটি দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। আধুনিক ল্যাবরেটরি, বিশ্বমানের গবেষণা সুবিধা, মনোরম ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিকভাবে পরিচিত। চীনের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য।

সুযোগ–সুবিধা

উহান ইউনিভার্সিটির সিএসসি স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়িত। চীন সরকার পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন

*সম্পূর্ণ টিউশন ফি ও আবেদন ফি মওকুফ;

*বিনা মূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে। স্নাতকোত্তরে ৩,০০০ চায়নিজ ইউয়ান ও পিএইচডিতে ৩,৫০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ চীনে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের নিচে এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডির জন্য বয়স ৪০ বছরের নিচে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। টোফেলে ৮০ অথবা আইইএলটিএসে ৫.৫ স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*চায়না গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ফরম;

*সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি;

*স্টাডি প্ল্যান/রিসার্চ প্ল্যান (১,০০০ শব্দের মধ্যে, ইংরেজি বা চীনা ভাষায়);

*দুইটি সুপারিশপত্র (প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর);

*পাসপোর্টের স্ক্যানড কপি;

*স্বাস্থ্য পরীক্ষার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন

*CSC-র অফিশিয়াল আবেদন পোর্টাল: studyinchina.csc.edu.cn এবং

*উহান ইউনিভার্সিটি-র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন পোর্টাল: admission.whu.edu.cn

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫