স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ চীনে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

১৪ নভেম্বর ২০২৫, ০৫:৩১ PM
চীনে তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে দুই-তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়। ’তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ জানুয়ারি ২০২৬।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয় চীনের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়, যা ১৮৯৫ সালে পেইয়াং ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ইতিহাস ও অ্যাকাডেমিক উৎকর্ষের ভিত্তিতে এটি দেশের প্রকৌশল, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাগার, ব্যবহারিকমুখী পাঠ্যক্রম, উদ্ভাবনী কার্যক্রম ও অভিজ্ঞ শিক্ষকদের কারণে বিশ্ববিদ্যালয়টি চীনের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও তেমনি আকর্ষণীয়। 

সুযোগ সুবিধা

তিয়ানজিন স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা যেসব সুবিধা পাবেন:

*টিউশন ফি;

*মাসিক উপবৃত্তি;

*আবাসন সুবিধা; 

*স্বাস্থ্য বিমা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী ও বয়স ৩৫ বছরের কম হতে হবে;

*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী ও বয়স ৪০ বছরের কম হতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে (টোফেল আইবিটি স্কোর ৮০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৬; চীনা মিডিয়ামে এইচএসকে HSK ৫ সর্বনিম্ন স্কোর ১৮০ থাকতে হবে);

*তবে সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দেওয়া যাবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র

১. পাসপোর্ট;

২. ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড;

৩. সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারি বাধ্যতামূলক); 

৪. দুইটি রেকমেন্ডেশন লেটার;

৫. ভাষা দক্ষতার সার্টিফিকেট;

৬. মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট);

৭. পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়);

৮. স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল;

৯. অন্যান্য সনদপত্র;

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জানুয়ারি ২০২৬।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫