যশোরের আলোচিত সেই আ. লীগ নেতা ঢাকায় আটক

৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ AM
শাহারুল ইসলাম

শাহারুল ইসলাম © সংগৃহীত

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শিশু মেলা এলাকা থেকে তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতে শাহারুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ‌‘আমরা হঠাৎ খবর পাই, শিশু মেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহারুল ইসলামকে হেফাজতে নেয়। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, ‘শেরেবাংলা নগর থানা আমাদের জানান, শাহারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সূত্রের তথ্য অনুযায়ী, শাহারুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেও স্থানীয়ভাবে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যশোর ছাড়ে পালিয়ে যান শাহারুল ইসলাম। দীর্ঘ সময় পর তিনি ফেসবুকে সক্রিয় হয়ে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে নানা বক্তব্য দিতে শুরু করেন।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫