জবির নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি: সেই যুবক আটক

২৭ অক্টোবর ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪০ AM
 আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

জবি শিক্ষার্থীকে আটকের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ওসি গোলাম মোর্তজা। তিনি বলেন, এই যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে।

গতকাল জবির অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী টিউশনির বাসায় যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠে। ঘটনাটি রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকায় ঘটেছে বলে জানা যায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তৌফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করবো।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। রবিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান।

তিনি আরও বলেন, ‘আমি নম্বর দিতে অস্বীকৃতি জানালে সে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়। এরপর আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি চিৎকার শুরু করলে সে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।’

শিক্ষার্থী জানান, ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা পুলিশকে সরবরাহ করা হয়েছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫