ভালুকায় গণজাগরণ মঞ্চ নেতা আবুল কালাম আজাদ গ্রেপ্তার

৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫০ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে (৭৫) ভালুকা মডেল থানার পুলিশ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে গ্রেপ্তার করেছে। বিএনপির অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে মডেল থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, ‘আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোষরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদির মোল্লা, মতিউর রহমান নিজমী, আলী আহসান মোজাহিদ, বিএনপি নেতা সাকা চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫