১০০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করল ভারত, বাংলাদেশ ৩৮৮

১০০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করল ভারত, বাংলাদেশ ৩৮৮
১০০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করল ভারত, বাংলাদেশ ৩৮৮  © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসেবে ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছে ভারত। দেশটির আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে অনন্য এক উচ্চতায় উঠে গেল ভারত জাতীয় ক্রিকেট দল।

দেশের হাজারতম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিতে নেমে মাইলফলকও গড়লেন রোহিত শর্মা। ম্যাচটিতে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ৫০ ওভারের ম্যাচে ভারতের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে।

এর আগে ৯৯৯ ওয়ানডেতে টিম ইন্ডিয়া জয় পেয়েছে ৫১৮ ম্যাচ। হেরেছে ৪৩১ ম্যাচ। টাই হয়েছে ৯ ম্যাচ এবং ফলাফল হয়নি ৪১ ম্যাচে। ওয়ানডেতে ভারতের জয়ের হার ৫৪.৫৪ শতাংশ।

আরও পড়ুন: যুব বিশ্বকাপের সেরা একাদশে মিরাজ, আইসিসির একাদশে রিপন

সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় ভারতের চেয়ে ২ ম্যাচ কম খেলে দুইয়ে অস্ট্রেলিয়া। ৯৩৬ ওয়ানডে খেলেছে তৃতীয়স্থানে থাকা পাকিস্তান। শ্রীলঙ্কা ৮৭০ ম্যাচ খেলে আছে চতুর্থস্থানে। পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮৩৪ ম্যাচ। ৭৭৫ ম্যাচ খেলে ছয়ে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ৭৬১ ম্যাচ খেলে আছে সাতে। অষ্টম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা খেলেছে ৬৩৮ ম্যাচ। ৫৪১ ওয়ানডে খেলে নবম স্থানে জিম্বাবুয়ে। ৩৮৮ ম্যাচ খেলে তালিকার দশে আছে বাংলাদেশ।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

ভারতের প্রথম ওয়ানডের অধিনায়ক ছিলেন প্রয়াত অজিত ওয়াদেকর। টিম ইন্ডিয়ার শততম ওয়ানডেতে নেতৃত্ব দেন কপিল দেব। ২০০তম ওয়ানডেতে নেতৃত্ব দেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের ৩০০তম ওয়ানডেতে অধিনায়কত্ব করেন শচীন টেন্ডুলকার।

৪০০তম ম্যাচে ফের নেতৃত্ব দিতে দেখা যায় আজহারউদ্দিনকে। ভারতের ৫০০তম ওয়ানডের মাইলফলকে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। ৬০০তম ম্যাচে নেতৃত্ব দেন বীরেন্দ্র শেওয়াগ। ৭০০, ৮০০ ও ৯০০তম ম্যাচের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।


সর্বশেষ সংবাদ