মেলবোর্নে মাইলফলক ছুঁয়ে বুমরাহর বিশ্বরেকর্ড

জাসপ্রিত বুমরাহ
জাসপ্রিত বুমরাহ  © সংগৃহীত

মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ শামিকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন বর্তমান ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া এই পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি বুমরাহর।

বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। ফলে মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টও জমে উঠেছে। যদিও প্রথম ইনিংসে পাওয়া ১০৫ রানের লিড মিলিয়ে ২০০ পেরিয়েছে অজিদের পুঁজি।

আজ রোববার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে দলীয় খাতায় ১১ রান যোগ করতেই ৩৬৯ রানে অলআউট হয় ভারত। অবশ্য নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি না পেলে সফরকারীরা এতদূর আসতে পারত না। এই পেস অলরাউন্ডারের ইনিংস থেমেছে ১১৪ রানে। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন রেড্ডি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৩ করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

আরও পড়ুন: জিন্স পরায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ গতবারের চ্যাম্পিয়ন কার্লসেন

১০৫ রানের লিড নিয়ে টার্গেট দিতে নামা অস্ট্রেলিয়া দলীয় ২০ রানেই অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আগের ইনিংসে বুমরাহর চোখে চোখ রেখে ৬০ রানের ইনিংস খেলা এই ব্যাটার এবার ফিরলেন ভারতীয় প্রধান পেসারের বলেই। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বুমরাহ ৮ রানে ফিরিয়েছেন ১৯ বছর বয়সী এই ব্যাটারকে। এরপর ব্যক্তিগত ২১ রানে উসমান খাজাকে বোল্ড এবং স্টিভেন স্মিথকে ১৩ রানে ক্যাচ আউট করেন মোহাম্মদ সিরাজ।

দলীয় ৮০–৯১, ১১ রানের ভেতর ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। যার তিনটাই গেছে বুমরাহর পকেটে। ট্রাভিস হেডকে মাত্র ১ রানেই আউট করে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করেন এই পেসার। এরপর মিচেল মার্শ (০) এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে টেস্টে ব্যক্তিগত উইকেট সংখ্যাকে ২০২–এ পরিণত করেছেন বুমরাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence