রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ঘোষণা

পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন
পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন  © সংগৃহীত

আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপাচার্যের কনফারেন্স কক্ষে এই কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ ঘোষণার মধ্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 

এর আগে গতকাল রাতে কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

এছাড়াও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা ৯টা ৫০ মিনিট থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে প্রশাসন ভবনে অবস্থানকারীরা বের হয়ে যাননি। এরপর ১০টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক কর্মকর্তাসহ কর্মচারীরা আটকা পড়ে। 

অবস্থা বেগতিক দেখে রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনায় বসেন প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ ও জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ আরো অনেকে। 

এই মিটিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য। উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলতে কিছু থাকবে না। এটা আমার অঙ্গীকার। আমি যতদিন আছি ততদিন এটা আর ফেরত আসতে দেব না। ছাত্রদের আরো দাবি দাওয়া আছে সেগুলো অ্যাড্রেস করে আগামীতে সেগুলো নিয়ে কাজ করব।


সর্বশেষ সংবাদ